• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির নোংরা রাজনীতি, সাক্কুকে দল থেকে অব্যাহতি 

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

কুমিল্লা সিটি কর্পোরেশনের টানা দুইবারের মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে দলীয় অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটি। সেখানে বলা হয়, দলের বৈঠকে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব মনঃপুত হয়নি। আর দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পর বিষয়টি জানাজানি হলে দলীয় অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে কুমিল্লা শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্কাস আলী বলেন, মেয়র সাক্কু এমন কোনো অপরাধ করেননি, যার কারণে তাকে বহিষ্কার করতে হবে। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, কাজ করলে ভুল হবেই। মহাসচিব আমার চিঠি পেয়ে পাঁচ মিনিটের মত চুপ করে বসেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র ও দায়িত্বশীল একজন নেতা জানান, কুমিল্লা নগরীতে বিএনপি দুই ভাগে বিভক্ত। একটি ভাগে রয়েছেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থক ও অপরটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিনের সমর্থকরা।

তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশীদের সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সখ্য রয়েছে। আর রিজভী আহমেদ যেহেতু তারেক রহমানের অনুসারী তাই তাকে দিয়েই মহাসচিব অনুসারী মেয়র সাক্কুকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা দলের মধ্যকার নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, মেয়র সাক্কুকে দল থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দৈন্যদশা প্রকাশ পেয়েছে। দলটি সাংগঠনিকভাবে এতটাই দুর্বল যে, তারা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদে জড়াচ্ছে।

ক্ষমতাসীনদের কাছে পরাজিত হয়ে এখন তারা নিজেদের মধ্যেই নোংরা রাজনীতি শুরু করেছে। কুমিল্লার মেয়র সাক্কুকে দল থেকে অব্যাহতি দেওয়া তারই অন্যতম দৃষ্টান্ত বলেও তারা মত দিয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –